নুসরাতের রিসেপশনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত করেছেন। তুরস্কে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছেন নুসরাত ও নিখিল জৈন।
দেশে ফিরে সংসদে যোগ দিয়েও বেশ আলোচনায় এসেছেন নায়িকা। সেখানে বলিউড বাদশা শাহরুখ খানের আসার কথা শোনা যাচ্ছে।
নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন।
নুসরাতের রিসেপশনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও।
- মতামত