বিস্তারিত

নিজেই নিজের গায়ে কেন চিমটি কাটলেন সানি?

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

সকাল, দুপুর, বিকেল অথবা রাত— যখনই হোক নিজের গায়ে সজোরে চিমটি কাটছেন সানি লিওন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! আর এ তথ্য শেয়ার করেছেন সানি নিজেই।

সানি লিওনের হলটা কী? নিজেই নিজের গায়ে চিমটি কাটছেন কেন?

আসলে সদ্য ‘রইস’-এ শুটিং সেরেছেন সানি। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। শুটিংয়ে হাজিরও ছিলেন বলি বাদশা। আর তাই ‘রইস’-এর আইটেম নাম্বারের শুটিং করতে করতেই নাকি নিজেই নিজের গায়ে চিমটি কেটে দেখছিলেন। বার বার ভাবছিলেন এ কোনও স্বপ্ন নয়তো! সত্যিই শাহরুখ খানের সঙ্গে শুটিং করছেন!

মেহবুব স্টুডিওতেই একটি পুরনো রেট্রো বারের সেট তৈরি করা হয়েছিল। সেখানেই চারদিন ধরে চলেছে ওই বিশেষ নাচের শুটিং। সব মিলিয়ে এখনও যেন ঘোরের মধ্যেই দিন কাটাচ্ছেন সানি লিওন।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : স্টাফ রিপোর্টার