বিস্তারিত

ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠ হয়েছে : ইসি

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন একটু ভালো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তবে দ্বিতীয় ধাপের ভোটে কিছু অনিয়ম-সহিংসতায় সামগ্রিক সফলতাকে ম্লান করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে ভোট  শেষে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান সিইসি। কাজী রকিব বলেন, প্রথম ধাপের  অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে। দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে ভোট হয়। ভোটের সময় ও পরবর্তীতে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে।

অনিয়মের কারণে ৩৩টি ভোটকেন্দ্রর ভোট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান সিইসি। কেরানীগঞ্জে এক শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। অনিয়ম-সহিংসতা রোধে ইসির অবস্থানের কথা তুলে ধরে কাজী রকিব বলেন, আমরা প্রতিটি বিষয় নিবিড় পর্যবেক্ষণ করেছি। যেখানে অনিয়ম হয়েছে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে আরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হবে আশা করি। বিএনপির ভোট বর্জনের হুমকির বিষয়ে সিইসি জানান, দলটির অনেক দাবিকে তারা আমলে এনেছেন। পরবর্তী ধাপে আরও ভালো নির্বাচনের আশাও করেন তিনি। বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল তাদের অভিমত দেবে। যে  কোনো প্রার্থী, দল তাদের মনোভাব প্রকাশ করবে। আমরা তাদের আশ্বস্ত করেছি-অনিয়ম হলে ব্যবস্থা নেব। দ্বিতীয় ধাপের পর আরও চার ধাপে ভোট রয়েছে ইউপির।

পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পাশাপাশি ভোটার উপস্থিতিও বাড়বে বলে মনে করেন সিইসি। আমরা গুণগত মান বাড়াতে চাই, আরও বাড়বে সামনে; অনিয়মকে ছাড় দেব না। তিনি জানান, ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল এ ধাপে। বিশেষ করে নারী ভোটারের লাইন ছিল দীর্ঘ। আগামীতেও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা হবে। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান কাজী রকিব। ভোটের সময় দুষ্কৃতকারীরা তাদের কৌশলও পাল্টে ফেলেছে বলে ধারণা করেন সিইসি। এ কৌশলকে ব্যর্থ করতে নিজের নজরদারির দৃষ্টিভঙ্গি তুলে ধরে কাজী রকিব বলেন, তারা স্ট্রাটেজি  চেঞ্জ করে ফেলেছে। আগে-পরে না করে মাঝখানে ঘটনা ঘটাচ্ছে। উল্লেখ্য, প্রথম ধাপের তফসিল ঘোষণা থেকে গত দেড় মাসে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে ভোটকে কেন্দ্র করে। প্রথম ধাপে আগে-পরে অন্তত ২৪ জন মারা গেলেও দ্বিতীয় ধাপে ভোটের সময়ই ছয়জন মারা গেছে।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : স্টাফ রিপোর্টার