দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়াল
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৮০৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ লাখ ২ হাজার ২৯২।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৮ জন। মোট মৃত্যু ১৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৭৫ জন আর মোট সুস্থ হয়েছেন ৪০১৬৪ জন।
বৃহস্পতি বার (১৮ জুন) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, সারাবিশ্বে ৮৪ লাখ ১৬ হাজার ৬৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৭২ জন।
- মতামত