বিস্তারিত

দুই মন্ত্রীর জরিমানা ৫০ হাজার টাকা

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের দু’জন মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাত দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে।
অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আট সদস্যের আপিল বিভাগ রোববার এই রায় দেয়।
আদেশে আদালত বলেন, “দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছেন তা আমরা গ্রহণ করতে রাজি নই। প্রধান বিচারপতি ও সর্বোচ্চ আদালতকে অবমাননা করে তাঁরা যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের কাছে উদ্দেশ্যমূলক বলে মনে হয়েছে। তাঁদের বক্তব্য বিচার প্রশাসনে হস্তক্ষেপের শামিল”।
এ দু’জন মন্ত্রীকে আগামী সাত দিনের মধ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন বাংলাদেশে এই টাকা জমা দিতে হবে।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : বিডি নিউজ