দীর্ঘদিন পর ঈদ নাটকে জয়া আহসান
বর্তমানে জয়া আহসান বাংলাদেশ-ভারত এ নিয়েই তার দিন কাটে। দীর্ঘদিন পর আবারও তাকে নাটকে দেখা যাবে। ঈদে আরটিভিতে প্রচার হবে নাটক ‘স্বপ্নভঙ্গ’। এতে অভিনয় করেছেন জয়া আহসান।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আসফাক। নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানা রকম ভৈৗতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের।
শেষ দৃশ্যে সাহেদ ও অনি জানতে পারে আগে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে অনি চরিত্রে দেখা যাবে জয়াকে। নাটকটির শুটিং বেশ আগেই হয়েছিল বলে চ্যানেল সূত্রে জানা গেছে। এটি ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে প্রচার হবে।
- মতামত