দম লাগাকে হাইসা’র সিক্যুয়েলে কাজ করতে ভূমির শর্ত
দম লাগাকে হাইসা’ ছবির মাধ্যমে বলিউডের রূপালি পর্দায় অভিষেক ঘটে ভূমি পেডনেকারের। প্রথম ছবিতেই কাজ করে বাজিমাত করেছেন তিনি। তার অভিনীত ছবিটি ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছে।ছবিটি সিক্যুয়াল নিমির্ত হলে সেখানে অভিনয় করবেন কিনা-সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে ভূমি বলেছেন, ছবিটি সিক্যুয়েলে তিনি এক শর্তে কাজ করবেন। আমার পরিবর্তে আয়ুষ্মান ওজন বাড়ালে আমি এতে অভিনয় করব।
‘দম লাগাকে হাইসা’ ছবির সন্ধ্যা চরিত্রে কাজ করার জন্য ৩০ কেজি ওজন বাড়িয়েছিলেন ভূমি পেডনেকার। তবে এখন বাড়তি ওজন ঝরিয়ে ফিট হয়েছেন তিনি।
জাতীয় পুরস্কার পাওয়া প্রসঙ্গে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি এবং শরত্ স্যার (শরত্ কাটারিয়া) খবরটি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি কেঁদেই ফেলেছিলাম। আমার প্রথম ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে আশা করিনি। আমার প্রথম ছবি হওয়ায় ‘দম লাগাকে হাইসা’ ছবিটি সবসময় আমার কাছে গুরুত্ব পাবে। তবে আমি পুরস্কারের বিষয়টি কল্পনাও করিনি।
ভূমি ও আয়ুষ্মান দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছেন। ‘মানমর্জিয়া’ শিরোনামের ছবিতে আরো থাকনে ‘মাসান’ খ্যাত ভিকি কৌশাল। খবর: ইন্ডিয়া টুডে।
- মতামত