বিস্তারিত

চিরনিন্দ্রায় শায়িত শাহজাহান সিরাজ

ছবি : সংগ্রহকৃত

স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাজাহান সিরাজ তিন দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হয়েছেন ঢাকার বনানী কবরস্থানে।

আজ বুধবার এশার নামাজের পর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে শাহজাহান সিরাজের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। রাত পৌনে ১০টায় তাঁকে দাফন করা হয়।

শাহজাহান সিরাজের তৃতীয় জানাজায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, আইনজীবী নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান সিরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

আজ সকালে শাজাহান সিরাজের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর জন্মভূমি টাঙ্গাইলে। সেখানকার এলেঙ্গা ও কালিহাতীতে তাঁর দুটি জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ ফের ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি স্ত্রী, এক ছেলে রাজিব সিরাজ শুভ ও এক মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদের ধরন : বাংলাদেশ নিউজ : নিউজ ডেস্ক