করোনায় মেডিকেল ছাত্রী ও নবজাতকের মৃত্যু
রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজের ছাত্রী ডা. শেফা ইসলাম তুলি (২৬) ও তাঁর এক দিন বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন।
আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. শেফা ইসলাম তুলি।
এই মৃত্যুর খবরে সারা দেশের চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে শনিবার শেফার এক দিন বয়সী নবজাতক সন্তানও কোভিড-১৯ রোগে মারা যায়।
শেফা ইসলামের সহপাঠী নাফিসা বলেন, তুলির জ্বর ছিল কিন্তু সেটাকে সবাই ভাইরাল ফিভার বলেই ধরে নিয়েছিল। বাসায় অক্সিজেন দেওয়া হচ্ছিল, কিন্তু অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে ভেনটিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ শেফা ইসলাম মারা গেল।
হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও আমরা বন্ধুরা ওকে সাহস দেওয়ার জন্য ভিডিও কনফারেন্সে ছিলাম, সেখানে বারবার কেবল সে একটা কথাই বলেছিল, আমার বাচ্চাটার জন্য দোয়া করিস। আমার যাই হোক, আমার বাচ্চাটা যেন ভালো থাকে। বাচ্চাটাকে একবারের জন্য কোলেও নিতে পারেনি, মুখটাও দেখে যেতে পারেনি।
- মতামত