বিস্তারিত

করিনার গোঁসা হয়েছে, কেন জানেন?

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

বেগমসাহেবার গোঁসা হয়েছে। কেন জানেন? এত দিন হয়ে গেল বি-টাউনের ফার্স্ট বেঞ্চার তিনি। কিন্তু এখনও তাঁকে নাকি একটা ছবি দিয়েই বিচার করেন দর্শকরা। তবে সেটি কোন ছবি সে বিষয়ে মুখ খোলেননি বেবো।

সামনেই মুক্তি পাবে করিনা কপূরের ‘কি অ্যান্ড কা’। তারই প্রচারে গিয়ে নিজের এত দিনের ক্ষোভের কথা শেয়ার করলেন নায়িকা। তিনি বলেন, ‘‘সকলে আমাকে একটা ছবি দিয়ে বিচার করে। প্রশ্ন করেন কেন ওই ছবিটা আমি সই করিনি। কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়। আমি আরও অনেক ভাল ছবি করেছি। আর কেরিয়ার নিয়ে আমি অত চিন্তিত নই। হ্যাঁ অভিনয় করতে আমি ভালবাসি। অন্তত ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় তো করবই।’’

কেরিয়ারের শুরুতেই ‘কহো না প্যায়ার হ্যায়’ রিফিউজ করেছিলেন করিনা। ছবিটির তুমুল সাফল্য নিয়ে কারও কোনও সন্দেহ নেই। আবার ‘হম দিল দে চুকে সনম’-এও পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু এ ছবিটিও করেননি তিনি। আবার ‘ব্ল্যাক’-এর মতো ছবিই নাকি রিফিউজ করেছিলেন বেবো! তবে এখানে ঠিক কোন ছবিটির কথা তিনি বলতে চেয়েছেন তা বোঝা য়ায়নি।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : স্টাফ রিপোর্টার