বিস্তারিত

ওয়ান নাইট স্ট্যান্ড -এ সেনসেশনাল সানি

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

সানির ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সম্পর্কে কোনও ধারণা আছে আপনার?আরে ভুল ভাবছেন কেন? গতকালই একটি ভুয়ো খবর বেরিয়েছিল। রটেছিল, এক সাংবাদিক নাকি সানির কাছে জানতে চেয়েছিলেন, এখন তাঁর এক রাতের রেট কত? আর সে কারণেই নাকি সেই সাংবাদিককে সপাটে চড় মেরেছিলেন সানি! রাতেই টুইটারে সানি এই খবর ভুয়ো বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আজকের ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এ সঙ্গে ওই খবরের কোনও সম্পর্ক নেই।

না! আর ভনিতা নয়। এ বার সরাসরি বলে ফেলা যাক। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সানির নতুন রোমান্টিক থ্রিলার। ভরপুর সাসপেন্সের এই ছবিতে ফের সানি ধরা দিয়েছেন সেনসেশনাল লুকে। অনুরাগীদের প্রমিস করেছিলেন, বড় ধামাকা নিয়ে পর্দায় ফিরবেন। সে কথা রেখেছেন সানি। সত্যি কি না ট্রেলর দেখে বিচার করুন নিজেই।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : স্টাফ রিপোর্টার