বিস্তারিত

এ্যপলকে ছাড়াই আইফোনের লক খুলেছে এফবিআই

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এ্যপল কোম্পানির সহায়তা ছাড়াই সান বার্নাডিনো হামলার জন্য অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের লক খুলতে সমর্থ হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
এর ফলে এ নিয়ে চলা মামলার আর কোন যৌক্তিকতা থাকল না।
এর আগে এ বিষয়ে এ্যপেল এফবিআইকে সহায়তা করতে অস্বীকৃতি জানানোর পর, সংস্থাটি এ্যপলের বিরুদ্ধে মামলা করে।
কিন্তু এখন তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আইফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেছে এফবিআই।
ফলে তারা এ্যপলের ওপর থেকে মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, আইনি লড়াই চলার সময় এ্যপলের যুক্তি ছিল, এই লক খুলতে প্রতিষ্ঠানটিকে নতুন একটি সফটওয়্যার তৈরি করতে হতো।
এবং বিষয়টির মাধ্যমে ব্যক্তির তথ্যের নিরাপত্তা লংঘন হয়।
ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোতে এক মুসলিম দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিকের গুলিতে ১৪ জন নিহত হয়।

সংবাদের ধরন : আন্তর্জাতিক নিউজ : বিডি নিউজ