এক ক্লিকেই অনেক ফোল্ডার তৈরি করুন
কেমন আছেন ভাই ও বোনেরা?আমি আপনাদের মাঝে আবার এলাম।।ভালোবাসার টানে আমি সময় করে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসি।যাই হোক, আজ আমি আপনাদের একটি মজার জিনিস দেখাবো।
এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারবেন অবশ্যই ।চেষ্টা করে দেখুন।
প্রথমে একটি notepad open করুন।এর মধ্যে লিখুন –এখানে কিছু নাম দেওয়া আছে
MD Omar Faruk Santa Sagor Rafiq Hasan এভাবে যত নাম দিবেন প্রতে ্যকের নামে একটি করে ফোল্ডার হবে।
এরপর এটিকে সেভ করুন omar.bat নামে। এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন ৬ তি ফোল্ডার হয়ে গেছে।এবং rename হয়ে গেছে।
- মতামত