উর্বশী নাকি বিয়ে করে ফেললেন
উর্বশী রাউতেলা নামটা শুনলেই হিল্লোল ওঠে না এমন পুরুষ পাওয়া বিরল ৷ খোলামেলা পোশাক শরীরের অবিরাম প্রদর্শন করা উর্বশী নাকি বিয়ে করে ফেললেন! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
একাধিক হিট ডান্স নম্বরে পারফর্ম করা উর্বশী রাউতেলা সাত পাকে বাধা পড়লেন বিগ বস আটের বিজয়ী গৌতম গুলাটির সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে উর্বশীকে লাল লেহঙ্গা-চোলিতে দেখা যাচ্ছে ৷ গৌতম গুলেঠিও একেবারে ট্র্যাডিশানাল বরের বেশে রয়েছেন ৷ উর্বশীর এই ছবিগুলি দেখে ভঙ্গহৃদয় হয়ে পড়বেন না তরুণ ফ্যানরা, তাদের হট হিরোইন এখনও বিয়ে সারেননি ৷ তবে এবার ডিজিটালেও আত্মপ্রকাশ করছেন তিনি ৷ আর সেখানেই এই হঠকে লুকে দেখা যাবে তাঁকে ৷
ভ্যর্জিন ভানুপ্রিয়া নামের একটি সিরিজ দিয়ে ডিজিটাল কাঁপাতে আসছেন উর্বশী ৷ আর ১৬ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে এই ছবি ৷
উর্বশী রাউটেলা ভারতের উত্তরখণ্ড রাজ্যের নৈনিতালে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মানভির সিং এবং মা মিরা। তার বাবা উত্তরখণ্ডে মেডিক্যাল দোকানের ব্যবসা করেন। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন কিন্তু ১৭ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০১২ সালে তিনি মিস ইউনিভার্স প্রতিযোগীতায় প্রথম হন।
উর্বশী রাউটেলা হলেন একজন ভারতীয় মডেল এবং বলিউড অভিনেত্রী। তিনি প্রথম আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম সিং সাব দা গ্রেট এ অভিষিক্ত হন। ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন।
- মতামত