বিস্তারিত

আজ রিভিউ আবেদন করছেন নিজামী

banglanews24 ছবি : সংগ্রহকৃত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। মঙ্গলবার সকালে ৭০ পৃষ্ঠার এ রিভিউ আবেদন করা হয়। এতে মোট ৪৬টি কারণ দেখিয়ে ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানানো হয়েছে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবীরা। গত ১৬ মার্চ নিজামীর আইনজীবীরা কারাগারে তার সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার পরামর্শ দিয়েছিলেন।  প্রসঙ্গত একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অপরাধী হিসেবে মতিউর রহমান নিজামীকে ৬ জানুয়ারি ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরই মধ্যে নিজামীকে কারাগারে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তবে বিধান অনুযায়ী রিভিউ আবেদন হলে তার নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যাবে না।

সংবাদের ধরন : র্শীষ সংবাদ নিউজ : নিউজ ডেস্ক