অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে সেমিফাইনালে ভারত
অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্ব টি-টোয়েন্টির সেমিফাইনালে উঠে গেছে ভারত।
ভারতের এই জয়ের নায়ক ভিরাট কোহলি।
চাপে পড়া ভারতকে টেনে তুলতে ভিরাট একাই ৫১ বলে করেছেন ৮২ রান।
শুরুতে ব্যাটিঙে নেমে অস্ট্রেলিয়া করে ১৬০ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় ভারত।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজ-কে ৬ রান হারিয়েছে আফগানিস্তান।
টসে হেরে প্রথমে ব্যাটিঙে নেমে আফগানিস্তান ৭ উইকেটে করে ১২৩ রান।
আফগানিস্তানের এই রানের মধ্যে একাই ৪৮ রান করেন নাজিবুল্লাহ জাদরান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ রান করে মাত্র ৬ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান।
- মতামত