বিস্তারিত

অসুস্থ ৩ অভিনেতা-অভিনেত্রীকে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

bdnews,bd news,bangla news,bangla newspaper ,bangla news paper,bangla news 24,banglanews,bd news 24,bd news paper,all bangla news paper,all bangla newspaper ছবি : সংগ্রহকৃত

অসুস্থ তিনজন অভিনেতা-অভিনেত্রীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমমবার গণভবনে তাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি । অনুদান প্রাপ্তরা হলেন অভিনেত্রী মায়া ঘোষ, অভিনেতা মঞ্জুর হোসেন ও মুক্তিযোদ্ধা  চিত্রনায়ক আব্দুস সাত্তার ।
মায়া ঘোষকে ৫ লাখ টাকা ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। দেড় বছর আগেও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সংবাদপত্রের মাধ্যমে তাদের দুরাবস্থার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের আর্থিক সহায়তার উদ্যোগ নেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন । অনুদান প্রাপ্তরা তাদের এই দু:সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সংবাদের ধরন : শিরোনাম নিউজ : স্টাফ রিপোর্টার