বিস্তারিত

অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত

ছবি : সংগ্রহকৃত

করোনায় আক্রান্ত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমিতাভ নিজেই এই খবর নিজের ট্যুইট হ্যান্ডেলে শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশদিনে সংসর্গে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

দিন কয়েক আগেই ওটিটি প্ল্যাটফর্ম আমাজনে মুক্তি পেয়েছে সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’। ছবিতে তাঁর অভিনয় গোটা দেশে প্রশংশিত হয়েছে।

৭৭ বছর বয়সি অভিনেতা অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ নামক ছবির শ্যুটিং করছিলেন। রনবীর কাপূর এবং আলিয়া ভট্ট এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছে। কিন্তু করোনা আবহে মহারাষ্ট্র সরকারের সতর্কতামূলক নির্দেশিকার জেরে সেই ছবির শ্যুটিং বন্ধ রয়েছে বেশ কিছুদিন। পিছিয়ে গিয়েছ কৌন বনেগা করোরপতি রিয়েলিটি শো-এর ১২ নং সিজনের শ্যুটিংও।

সংবাদের ধরন : বিনোদন নিউজ : নিউজ ডেস্ক